ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

ইয়েমেনে পাঁচ কর্মীকে অপহরণের অভিযোগ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) সংস্থাটি জানিয়েছে, কাজ শেষে দেশটির অ্যাডেন শহর থেকে ফেরার পথে অপহৃত হন তারা।

ইয়েমেনে দায়িত্বরত জাতিসংঘের মুখপাত্র রাসেল গিকি বলেছেন, শুক্রবার আবিয়ানের গভর্নরেট থেকে কর্মীদের অপহরণ করা হয়েছিল। তিনি আরও বলেন, তাদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

Yemen

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। ওই বছরের মার্চ মাস থেকে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দু’পক্ষের লড়াইয়ে দেশটির হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হন লাখের বেশি মানুষ। যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেন চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।