নিরাপত্তার বলয়ে কাঠমান্ডু


প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৫ নভেম্বর ২০১৪

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম সম্মেলনের মূল অনুষ্ঠান বুধবার শুরু হবে। এ সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের জন্য ব্যাপক নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে পুরো কাঠমান্ডুতে।

নেপাল মিডিয়া সেন্টার সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে সার্ক শীর্ষ সম্মেলন শেষ করার জন্য পুরো কাঠমান্ডু শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে স্কুল-কলেজে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। এছাড়া বুধ ও বৃহস্পতিবার নেপালে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে শুধু জোড় দিনে জোড় নম্বরের গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

কাঠমান্ডুতে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। অতিথিদের নিরাপত্তা মহড়াও সম্পন্ন হয়েছে মঙ্গলবার।

মঙ্গলবার কাঠমান্ডুর কান্তিপুর, থামেল, রত্মা পার্ক ও পুল চোখ সানে পা এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কান্তিপুর থেকে হোটেল র‌্যাডিসন রোডে বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মীরাণী দাখাল সাংবাদিকদের জানান, অতিথিদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। তাই আমরা পুরো কাঠমান্ডুতে নিরাপত্তা বলয় গড়ে তুলেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।