একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ২০ জুন ২০২২
তাইওয়ানে একটি করোনা পরীক্ষা কেন্দ্র, সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭৫৩ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ২৮৫ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ৭২৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ২৯৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫১ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন।

সোমবার (২০ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ১৭২ জনের মৃত্যু হয়েছে তাইওয়ানে। দেশটিতে এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬৩৬ জনের।

এছাড়া করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৯২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৮০ লাখ ৪ হাজার ৭৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩৮ হাজার ৩২৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৫১৬ জন।

ব্রাজিলে একদিনে মারা গেছেন ৪৭ জন, শনাক্ত হয়েছে ১০৬৯১ জনের। রাশিয়ায় ৬২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৩ হাজার ৮১ জনের।

ইউরোপের দেশ ইতালিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫২৬ জনের, মারা গেছেন ১৮ জন।

এছাড়া এসময়ে জাপানে ২০ জন, অস্ট্রেলিয়ায় ৪২ জন, মেক্সিকোতে ৩৯ জন এবং চিলিতে ২৫ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে দেশে প্রায় ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।