ভারতে করোনায় ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০২ জুলাই ২০২২
ফাইল ছবি

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। এসময় করোনায় মারা গেছেন ২৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭ হাজার ৭০ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়।

শনিবার (২ জুলাই) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৮৪ জন। এ মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ নয় হাজার ৫৬৮ জন। দৈনিক সুস্থতার হার চার দশমিক ১৪ শতাংশ, সুস্থতার হার ৯৮ দশমিক ৭৯ শতাংশ।

এদিকে, রাজ্যভিত্তিক হিসাবে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। কেরালায় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৫৯৯ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ২৪৯। তামিলনাড়ুতে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৩৮৫ জন।

এমআইএইচএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।