করোনা আক্রান্ত অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৯ জুলাই ২০২২

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিন কয়েক আগেই বিদেশ থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি প্রতীচীতে ফিরেছেন তিনি।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ। বিশেষ করে তার বার্ধ্যক্যজনিত সমস্যা রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। সেখানে তার করোনা পজিটিভ এসেছে।

অমর্ত্য সেন চিকিৎকের পরামর্শ মেনে বাড়িতেই রয়েছেন। আগামী সোমবার তার আবার করোনা পরীক্ষা করা হবে। করোনার কারণে বাইরে খুব একটা দেখা যায়নি এই অর্থনীতিবিদকে। শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই তিনি প্রায় দু’বছর আসেননি। গত শনিবার শান্তিনিকেতনে আসেন অমর্ত্য। তার মধ্যেই এল এই অসুস্থতার খবর।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।