সৌদি প্রিন্স সালমানকে পুতিনের ফোন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২২ জুলাই ২০২২
ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২১ জুলাই) সৌদি প্রেস এজেন্সি ক্রাউন প্রিন্সকে ফোন করার বিষয়টি নিশ্চিত করে।

আরব নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, ফোনে মোহাম্মদ বিন সালমান ও ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেছেন। এ সময় তারা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন।

এদিকে, ক্রেমলিন জানিয়েছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। তারা তেলের বাজার নিয়ে কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি সফর করেন। অল্প সময়ের ব্যবধানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন। চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন তেহরান সফর করেন।

সূত্র: এএফপি, আরব নিউজ

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।