সার্কে করমর্দনে মোদী-নওয়াজ (ভিডিও)


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৭ নভেম্বর ২০১৪

অবশেষে বরফ গলল। হাত মেলালেন মোদী-নওয়াজ। গত দু’দিন একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছেন তাঁরা। বৃহস্পতিবার সার্ক সম্মেলনের শেষ দিনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে করমর্দন করলেন নরেন্দ্র মোদী। তবে সার্ক সম্মেলনের ফাঁকে আনুষ্ঠানিক ভাবে কোনও বৈঠক করেননি তাঁরা।

ভারত-পাক বৈঠকের জন্য নেপাল সরকার উৎসাহিত করলেও আনুষ্ঠানিক ভাবে দেখা করেননি তারা। তবে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার আয়োজিত ভোজসভার ফাঁকে কথা হয় দুই প্রধানমন্ত্রীর।

এদিন সার্ক গোষ্ঠীভুক্ত বাকি রাষ্ট্রনেতাদের সঙ্গে  হিমালয় দেখতে যান প্রধানমন্ত্রী। ভারতীয় বায়ুসেনার  চপারে ধুলিখেলে পৌঁছন তিনি। হিমালয় দর্শনে যান নওয়াজও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।