২৪ ঘণ্টায় করোনায় ১৭৯২ মৃত্যু, শনাক্ত ৮ লাখ ২২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৯ জুলাই ২০২২
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৭৯২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ২২ হাজার ৪৬৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ২৭ হাজার ৩৬২ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৪ হাজার ২৫৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৬৮৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৭১২ জন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৭ হাজার ২৩৬ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২২ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ২৭৬ জন মারা গেছেন ব্রাজিলে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫ হাজার ৩০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬০ জন। দেশটিতে এ সময়ে ৯৩ হাজার ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৬৫৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫৪ হাজার ৪২২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৭৯ লাখ ৮ হাজার ৪৯ জন।

এছাড়া ফ্রান্সে একদিনে মারা গেছেন ১১২ জন, ইতালিতে ১৯৯ জন, অস্ট্রেলিয়ায় ১২৫ জন, মেক্সিকোয় ১৫১ জন, তাইওয়ানে ৬২ এবং চিলিতে ৭২ জন মারা গেছেন।

এসময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৪ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৬১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনে।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।