যুদ্ধে শস্য উৎপাদন অর্ধেকে নামতে পারে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩১ জুলাই ২০২২
ছবি: সংগৃহীত

রাশিয়ার চলমান হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এরই মধ্যে লাখ লাখ নাগরিক দেশটি ছেড়ে পালিয়েছে। ব্যাহত হচ্ছে চাষাবাদের কাজ। যুদ্ধের কারণে স্বাভাবিকের চেয়ে এ বছর শস্য উৎপাদন অর্ধেকে নামাতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।

এক টুইটার বার্তায় জেলেনস্কি জানান, চলতি বছরে ইউক্রেনের কৃষি ব্যবস্থা হুমকির মুখে। ফলে উৎপাদন অর্ধেকে নামতে পারে।

তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। তাই আমাদের লক্ষ্য হলো এ সংকটকে মোকাবিলা করা। বিকল্প উপায়ে শস্য সরবরাহের কথাও জানান তিনি।

এদিকে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে। এরই মধ্যে ১৬টি জাহাজ শস্য দিয়ে বোঝাই করা হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে সম্পূর্ণভাবে প্রস্তুত এগুলো।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়েছে, জাহাজগুলো শিগগির ছেড়ে যাবে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।