করোনায় আরও ৯০৮ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২২ আগস্ট ২০২২
সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭১ হাজার ৯৩১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯ লাখ ১ হাজার ৬৬৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪১ জন।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৪২ হাজার ৭৯০ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ২৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৮৫৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৭ লাখ ৮২ হাজার ৮ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৪ জন, ইতালিতে ৬৩ জন, রাশিয়ায় ৬৪ জন, অস্ট্রেলিয়ায় ৩৬ জন, ইরানে ৫৫ জন এবং মেক্সিকোতে ৬৯ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।