কানাডায় ছুরি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

কানাডার কেন্দ্রীয় সাস্কাচেওয়ান প্রদেশে অতর্কিত ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ থেকে ১৫ জন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

দেশটির ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে সন্দেহভাজন দুই ব্যক্তি হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ব্ল্যাকমোর জানান, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) জেমস ক্রি নেশনের দুই জায়গায় ছুরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানো হয়।

জোড়া হামলায় ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ডেমিয়ান ও মাইলস স্যান্ডারসন নামক ৩০ ও ৩১ বছর বয়সী দুই ব্যক্তি হামলা চালান।

একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান। অভিযুক্তদের গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। এছাড়া হাইওয়ে ও বিভিন্ন রাস্তায় একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

জেমস স্মিথস ক্রি নেশনের বাসিন্দা প্রায় আড়াই হাজার। স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে যে এক ব্যক্তি তার প্রতিবেশীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছেন। এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, পরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদেরই ছুরি দিয়ে কোপানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।