বাগদাদের গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৩ অক্টোবর ২০২২
ফাইল ছবি

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। সেখানে ইরাকে বেশিরভাগ সরকারি এবং বিদেশি মিশন অবস্থিত। সামরিক বাহিনী এক বিবৃতিতে ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যেই গ্রিন জোনে হামলার খবর পাওয়া গেছে। ওই অধিবেশন নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য হামলায় আহত হয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার সময় সুরক্ষিত ওই এলাকায় এবং এর আশেপাশে কমপক্ষে নয়বার রকেট ছোড়া হয়েছে। ওই অধিবেশন বয়কট করেছেন দেশটির শক্তিশালী শিয়া নেতা মুকতাদা আল-সদরের সঙ্গে সম্পৃক্ত সংসদ সদস্যরা।

এর আগে গত সপ্তাহেও পার্লামেন্টে ডেপুটি স্পিকার নির্বাচনে ভোটাভুটির সময় গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়।

গত বছর পার্লামেন্ট নির্বাচনে আল-সদরের দল সংখ্যা গরিষ্ঠ ভোটে বিজয়ী হওয়ার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।