জিসান মেহবুবের ছড়াগ্রন্থ মানুষ থাকার ইচ্ছে আমার নেই
জিসান মেহবুব। সাম্প্রতিক ছড়াসাহিত্যে একটি পরিচিত নাম। পেশায় শিক্ষক। চমকে দেবার মতো অনবদ্য সব ছন্দ-অন্ত্যমিলে ছড়ায় ছড়ায় তুলে ধরেন সামাজিক-রাজনৈতিক অসঙ্গতির বাস্তব চিত্র। সময়ের প্রয়োজনে মানবিক দায়বোধের মর্মযাতনায় ভোগেন এই সংবেদী ছড়াশিল্পী।
অত্যন্ত সাহসিকতার সাথে সংশ্লিষ্টজনদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তাদের দাম্ভিক রিপুর কুটিল ফিরিস্তি। প্রাত্যহিক দৃশ্যমান ঘটনাবলির একটি সহজবোধ্য ছন্দের ফ্রেমে এনে বৈচিত্র্যময় ছড়া রচনায় স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল সময়ের এই সাহসী ছড়াকার।
অনৈতিকতার প্রচীর-শিখরে শব্দের অব্যর্থ বারুদ ছুঁড়ে ছুঁড়ে মিশে যান গণমানুষের মাঝে। এবারের বইমেলায় প্রকাশ হচ্ছে তার ছড়াগ্রন্থ `মানুষ থাকার ইচ্ছে আমার নেই`। বইটির প্রচ্ছদ করেছেন ইরফান আল-মামুন। প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। পাওয়া যাবে ৪০৭ ও ৪০৮ নম্বর স্টলে।
এইচএন/এমএস