সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৯ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

টুইটারে সমালোচনা করায় সৌদিতে মার্কিন নাগরিকের ১৬ বছর জেল

টুইটারে সরকারের সমালোচনা করার অভিযোগে সৌদি আরবে গ্রেফতার এক মার্কিন নাগরিককে ১৬ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির ছেলে ইব্রাহিম আলমাদি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় ইউক্রেন

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছেন। কুলেবা জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করতে তিনি জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছেন।

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত ৮

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত দেশটির কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে (১৯ অক্টোবর) কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে তিন কারাকর্মী ও পাঁচ দর্শনার্থী নিহত হয়।

কঠিন হয়ে উঠছে খেরসনের পরিস্থিতি: রুশ জেনারেল

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার স্বীকার করেছেন যে, খেরসনের পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের তিনি শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল সেরগেই সুরুভিকিন বলেছেন, ইউক্রেনের সৈন্যদের ছোঁড়া হিমার্স রকেট শহরের অবকাঠামো এবং বাড়ি-ঘরে আঘাত হেনেছে।

জরুরি রিজার্ভ থেকে আরও তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জরুরি রিজার্ভ থেকে আরও তেল বিক্রি করবে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কম রাখতে ইউএস স্ট্র্যাটিজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে আরও তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যে বেড়েছে খাদ্যের দাম, মূল্যস্ফীতি ফের ৪০ বছরে সর্বোচ্চ

যুক্তরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে খাদ্যের দাম। ১৯৮০ সালের পর দেশটিতে খাদ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে মূল্যস্ফীতির হার ফের বেড়েছে। সেপ্টেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে প্রবেশ করেছে। এর আগে জুলাইতেও মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। বুধবার (১৯ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এবার ইন্দোনেশিয়ায় ৯৯ শিশুর মৃত্যু, সিরাপসহ সব তরল ওষুধ নিষিদ্ধ

ইন্দোনেশিয়ার সরকার সব ধরনের সিরাপ ও তরল ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে। চলতি বছর দেশটিতে প্রায় ১০০ শিশু তীব্র কিডনি জটিলতায় (একেআই) মারা যাওয়ার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনে দখলকৃত ৪ অঞ্চলে মার্শাল ল’ জারি পুতিনের

ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে মার্শাল ল’ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন তিনি।

তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির চিন্তা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র সরকার। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের নকশার অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়। তাছাড়া চীনকে মোকবিলায় দ্রুত এগুলো হস্তান্তর করা হবে।

নতুন সভাপতির বাড়ি গিয়ে শুভেচ্ছা সোনিয়ার, সাফল্য কামনা মোদীর

প্রতিপক্ষ শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে ভারতের পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রত্যাশা অনুযায়ী, এরপরই ১০ জনপথের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল বর্ষীয়ান নেতার। কিন্তু তা হয়নি। বরং সোনিয়া গান্ধীই ১০ রাজাজি মার্গ অর্থাৎ খাড়গের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকেই। কেননা তা কংগ্রেসের চিরাচরিত রীতিনীতি থেকে একেবারেই আলাদা।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।