১১তম দিনে মেলায় ১৩১টি নতুন বই


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

মাসব্যাপী অমর একুশে বইমেলার ১১তম দিনে মেলায় ১৩১টি নতুন বই এসেছে। মেলার বিভিন্ন স্টল পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মেলায় আসা নতুন বইসমূহের মধ্যে রয়েছে, গল্প ২৮টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ২৪টি, ছড়া ৩টি, শিশুসাহিত্য ৫টি, জীবনী ১০টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৩টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, কম্পিউটার ১টি, রম্য/ধাঁধা ২টি, সায়েন্স ফিকশন ৩টি এবং অন্যান্য ১২টিসহ মোট ১৩১টি।

এএসএস/এমএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।