সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মূল্যস্ফীতির বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ, রাজনৈতিক সংকটের আশঙ্কা
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় রোমানিয়ায় রাস্তায় নামে শত শত মানুষ। চলমান উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ফ্রান্সেও শুরু হয়েছে বিক্ষোভ। বেতন বাড়ানোর দাবিতে সেখানের নাগরিকরা পালন করেছেন নানা কর্মসূচি। কারণ বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী তাদের বেতন বাড়েনি। তাছাড়া চেক রিপাবলিকে সরকারের জ্বালানি সংকট মোকাবিলার ইস্যুতে বিক্ষোভ দেখা গেছে। অসহনীয়ভাবে মূল্য বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের রেল শ্রমিকরা ও জার্মানির পাইলটরা ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।
ইমরান খানকে ‘প্রমাণিত চোর’ বললেন শাহবাজ
তোশাখানা মামলায় নির্বাচনের অযোগ্য ঘোষিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তীব্র সমালোচন করে বলেছেন, ইমরান খান একজন প্রমাণিত চোর। শনিবার (২২ অক্টোবর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৮০ বছরে পা দিচ্ছেন বাইডেন, লড়তে চান পরবর্তী নির্বাচনেও
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। আগামী মাসে তিনি ৮০ বছরে পা দেবেন। তারপরও পরবর্তী মার্কিন নির্বাচনে অর্থাৎ ২০২৪ সালেও তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে ইঙ্গিত দিয়েছেন। যদি তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন তখন মেয়াদ শেষে তার বয়স দাঁড়াবে ৮৬ বছরে।
যুক্তরাজ্যে অর্থনৈতিক সংকট: বেড়েছে সরকারি ঋণ, কমেছে কেনা-বেচা
চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে আশঙ্কাজনক হারে কমে গেছে খুচরা কেনা-বেচার পরিমাণ। শুক্রবার (২১ অক্টোবর) প্রকাশিত দেশটির একটি অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা গেছে, ব্যাপক রাজনৈতিক অস্থিরতা, লিজ ট্রাসের পদত্যাগ ও ডলারের বিপরীতে পাউন্ডের ক্রমাগত দরপতনের মধ্যেই দেশটিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রে ছোট প্লেন বিধ্বস্ত, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে। শনিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও যারা প্লেনে ছিল দুর্ভাগ্যক্রমে তারা সবাই মারা গেছেন।
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং। শনিবার (২২ অক্টোবর) চীনির কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমেই নজীরহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি।
বিদায় নিলেও বছরে মোটা অঙ্কের ভাতা পাবেন লিজ ট্রাস
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের মাথায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। তবে দেশটির নিয়ম অনুযায়ী বাকি জীবন তিনি সরকারি ভাতা পাবেন। জানা গেছে, বছরে তিনি এক লাখ ১৫ হাজার পাউন্ড পাবেন।
ক্যাপিটল হিলে দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার বিষয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করেছে তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেসের প্যানেল। শুক্রবার (২১ অক্টোবর) ট্রাম্পের বিরুদ্ধে এ সমন জারি করা হয়।
ইন্দোনেশিয়ায় কিডনি জটিলতায় শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩
ইন্দোনেশিয়ায় বিষাক্ত সিরাপ খেয়ে গুরুতর কিডনি জটিলতায় ভুগে (একেআই) শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩ এ দাঁড়িয়েছে। এর আগে বুধবার (১৯ অক্টোবর) পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯৯। শুক্রবার (২১ অক্টোবর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন এসব তথ্য নিশ্চিত করেন।
ইতালিতে সরকার গঠন করছেন কট্টর ডানপন্থি জর্জিয়া মেলোনি
কট্টর ডানপন্থি নেতা জর্জিয়া মেলোনিকে সরকার গঠনে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর মেলোনিই হতে যাচ্ছেন ইতালির প্রথম কট্টর ডানপন্থি ও প্রথম নারী প্রধানমন্ত্রী।
এমএসএম/জেআইএম