বিশ্বে আরও ৬১৬ জনের মৃত্যু, শনাক্ত দুই লাখ ৪২ হাজারের বেশি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৭১৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ২৫ হাজার ২৮২ জন।
এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ২৩৮ জনে। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ২৭ লাখ ২৫৯ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন।
রোববার (২৩ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন। তবে এ সময়ে সেখানে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৩৩৭ জন। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৯২৩ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে একদিনে ৯২ জনের মৃত্যু এবং ৩১ হাজার ৭৭৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৩৩ লাখ ২২ হাজার ৫২২ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ৬৮২ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ২৬ লাখ ২০ হাজার ২৮৪ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৩৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন সাত হাজার ৩৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জনে।
সংক্রমণের দিক থেকে পঞ্চম অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৪২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৬৬৫ জন।
জাপানে আরও ৭৮ জনের মৃত্যু এবং ৩৪ হাজার ১৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৯ লাখ ৬০ হাজার ৪০৪ জন এবং মৃত বেড়ে হলো ৪৬ হাজার ২৩০ জন। এছাড়া সেরে উঠেছেন দুই কোটি চার লাখ ৬৮ হাজার ৬৭১ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ২২ জন, অস্ট্রেলিয়ায় ১৬, তাইওয়ানে ৫২, চিলিতে ২২, ইন্দোনেশিয়ায় ১৮, পোল্যান্ডে ১৪, ফিলিপাইনে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
এএএইচ/জেআইএম