সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৬ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

এবার ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়। ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান এই পাল্টা ব্যবস্থা নিলো।

পারমাণবিক অস্ত্রের মহড়া পর্যবেক্ষণ পুতিনের

পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়ান বাহিনী। এই মহড়া পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, শত্রুদের পারমাণবিক হামলার বিরুদ্ধে জবাব দিতে কৌশলগত প্রতিরোধবাহিনী প্রস্তুতিমূলক মহড়া চালিয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪৪৬ মিলিয়ন ডলার পাচার: হংকংয়ে গ্রেফতার ২

অর্থপাচার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে হংকং কাস্টমস কর্তৃপক্ষ। হংকংয়ের অন্যতম বড় অর্থপাচারের সঙ্গে তারা জড়িত বলে দাবি করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর সমুদ্রে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। বুধবার (২৬ অক্টোবর) ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সমঝোতার ভিত্তিতে উদ্ধার করা জেলেদের ফিরিয়ে দেওয়া হবে।

যে কারণে পুরোনো-অব্যবহৃত পণ্য কিনবে ‘ডেকাথলন’

বিশ্বে ক্রিড়া সামগ্রি বিক্রির শীর্ষ প্রতিষ্ঠান ‘ডেকাথলন’। সম্প্রতি বেলজিয়ামে নাম পরিবর্তন করে সবাইকে অবাক করে দিয়েছে কোম্পানিটি। সেখানে চমক দিতে এক মাসের জন্য এটির নাম উল্টোভাবে রাখা হয়েছে ‘নলথকাড’। অর্থাৎ অক্ষরগুলো উল্টিয়ে এই নতুন নাম দেওয়া হয়েছে।

২০২৩ সালে বিশ্বজুড়ে কর্মীদের বেতন কত বাড়তে পারে?

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যা আগামী বছর বেতন বাড়ার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করতে পারে। এ বিষয়ে চালানো এক জরিপে দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বের ৩৭ শতাংশ দেশ কর্মীদের রিয়াল-টার্ম মজুরি বাড়াতে পারে। খবর ব্লুমবার্গের।

মোটরসাইকেলের চেয়ে পারমিটের খরচ বেশি যে দেশে

অনেক আগে থেকেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি সিঙ্গাপুর। সম্প্রতি সেখানে মোটরসাইকেল চালনার অনুমতিপত্রের (পারমিট) খরচ এত বেড়েছে যে, তার চেয়ে কমে একটি নতুন মোটরসাইকেলই কিনে ফেলা সম্ভব।

জেলেনস্কিকে ঋষি সুনাকের প্রথম ফোন

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রথম ফোন করেছেন ঋষি সুনাক। ইউক্রেনের প্রতি তার পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঋষি সুনাক প্রথম যে বিদেশি নেতাকে ফোন করেন তিনি হলেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে এ তথ্য।

ফিলিপাইনে ভূমিকম্পে আহত ২৬

ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে বিভিন্ন শহরের নানা স্থাপনা।

আবারও লং মার্চের ডাক ইমরান খানের

আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দিয়েছেন তিনি।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।