‘ইমরান খানের পায়ে দুটি গুলি লাগে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৪ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ কর্মসূচি শুরু হয় সম্প্রতি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ আরও ৭ জন আহত হয়েছেন।

লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন পিটিআই প্রধান ইমরান খান।

পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ শুক্রবার (৪ নভেম্বর) বলেন যে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের পায়ে দুটি গুলি লেগেছে।

শুক্রবার ভোরের দিকে লাহোরের শওকত খানম হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পিটিআই সেন্ট্রাল পাঞ্জাবের সভাপতি আরও বলেন, ইমরান খানের চিকিৎসার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।

ইমরান খানের ওপর হামলার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন পিটিআই নেতাকর্মী ও তার সমর্থকরা। লং মার্চ কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা।

সূত্র: জিও নিউজ

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।