আফগানিস্তানে ৬৪ শিশু হত্যা করেছে ব্রিটিশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

ব্রিটিশ বাহিনী আফগানিস্তানে ৬৪ শিশুর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিয়েছে। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে ১৬ শিশুর মৃত্যুর কথা স্বীকার করে। বুধবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সশস্ত্র সহিংসতার ওপর অ্যাকশন নামের যুক্তরাজ্যভিত্তিক এক দাতব্য সংস্থা জানিয়েছে, আফগানিস্তানে হত্যার শিকার প্রত্যেক শিশুর জন্য ক্ষতিপূরণ হিসেবে এক হাজার ৬৫৬ পাউন্ড দিয়েছে ব্রিটিশ সরকার।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত চালানো ব্রিটিশ অভিযানে ৬৪ শিশু হত্যার শিকার হয়েছে। এজন্যই এই ক্ষতিপূরণ দেওয়া হলো। তবে এই সংখ্যা প্রকৃত পক্ষে আরও বেশি।

যে সব শিশুকে হত্যা করা হয়েছে, তাদের গড় বয়স ছয় বছর। অধিকাংশ শিশুই বিমান হামলায় নিহত হয়।

এদিকে আফগানিস্তানের বেশিরভাগ অংশে এখন আর যুদ্ধের তর্জন-গর্জন শোনা যায় না। পশ্চিমা-সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে সহিংসতা কমেছে ব্যাপকভাবে। তবে আফগানিস্তানে ক্ষুধা ও দারিদ্র্য আরও বেড়েছে। সবচেয়ে খারাপ আছেন নারীরা। তাদের কাজ ও শিক্ষার সুযোগ সীমিত হয়েছে।

দেশব্যাপী সশস্ত্র অভিযানের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এর পরের এক বছরে আফগানিস্তানে বেসামরিক লোকদের ওপর হামলার হার কমে গেছে ৫০ শতাংশের বেশি।

আফগানিস্তানে এখন যেসব অপরাধের খবর পাওয়া যায়, সেগুলো বরং অত্যাচারী শাসন ধরনের। দেশটিতে নৈতিক পুলিশিং ছড়িয়ে পড়েছে। তারা দাঁড়ি ছাঁটা পুরুষ অথবা মাথা থেকে পা পর্যন্ত বোরকায় শরীর না ঢাকা নারীদের হয়রানি করছে। আফগানিস্তানে এখন বেসামরিক লোকদের বিরুদ্ধে হওয়া বেশিরভাগ সহিংস ঘটনার সঙ্গেই তালেবানের নাম পাওয়া যায়।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।