ডিমলার ১০ ইউনিয়নে আ.লীগের ৯৩ মনোনয়ন প্রার্থী


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন ইউপি নির্বাচনে নীলফামারীর ডিমলায় ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ৯৩ জন আবেদন করেছে। গত ২ দিনে উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এ মনোনয়ন দাবি করেন।
 
এদের মধ্যে বালাপাড়া ইউনিয়ন পরিষদে ১৫ জন প্রার্থী নৌকার দাবি করেছেন। অপরদিকে খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন করে আবেদন করেছেন। এ ছাড়া পুর্ব ছাতনাই ১০ জন, খালিশা চাপানি ৭ জন, পশ্চিম ছাতনাই ইউনিয়নে ৭ জন, ডিমলা সদর ইউনিয়নে ৬ জন, নাউতরা ইউপিতে ৫ জন, ঝুনাগাছ চাপানি ইউনিয়নে ৪ জন নৌকা প্রতীকের জন্য আবেদন করেন মর্মে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকগণ নিশ্চিত করে।

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নীতিমালার আলোকে তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী নিশ্চিত করা হবে।

জাহেদুল ইসলাম/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।