সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ নভেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ডেনিশ টেলিভিশনের কাছে ক্ষমা চাইলো কাতার ফুটবল বিশ্বকাপের আয়োজকরা
ডেনমার্কের একটি টেলিভিশনের কাছে ক্ষমা চেয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের আয়োজকরা। জানা গেছে, টেলিভিশনটি দোহার একটি রাস্তা থেকে সরাসরি সম্প্রচার করছিল। এমন সময় কাতারের নিরাপত্তাকর্মীরা সম্প্রচার বাধাগ্রস্ত করে ও ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলার হুমকি দেন।
পাকিস্তানে পুলিশের ওপর গুলি, নিহত ৬
পাকিস্তানে পুলিশের একটি নজরদারি দলের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। বুধবার (১৬ নভেম্বর) দেশটির খাইবার পাখতুনখাওয়াপ্রদেশের লাকি মারাওয়াতে এই হামলার ঘটনা ঘটে। গুলিতে একজন সব-ইন্সপেক্টর ও গাড়ির চালকসহ অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাছাড়া এটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে।
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ৫৪ দেশ: জাতিসংঘ
বিশ্বের ৫০টির বেশি দরিদ্র উন্নয়নশীল দেশ ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি ধনীদেশগুলো জরুরিভিত্তিতে সহযোগিতা না করে তাহলে এসব দেশ মূলত দেউলিয়া হওয়ার পথে। জাতিসংঘের জলবায়ুবিষয়ক কপ-২৭ সম্মেলনে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার সতর্ক করে এ কথা জানিয়েছেন।
ওমান উপকূলে ইসরায়েলি কোম্পানির তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা
ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটিতে বোমা ছিল। জানা গেছে, ওই ট্যাঙ্কারের সঙ্গে ইসরায়েলের একজন ধনকুবেরের সংশ্লিষ্টতা রয়েছে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই এমন খবর পাওয়া গেলো।
অবশেষে চাঁদের উদ্দেশ্যে আর্টেমিস-১ উৎক্ষেপণ নাসার
অবশেষে চাঁদের উদ্দেশ্যে আর্টেমিস-১ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কয়েকবার ব্যর্থতার পর বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে ঐতিহাসিক এ মিশনটির যাত্রা শুরু হয়। চাঁদে ফের মানুষ পাঠানোর অংশ হিসেবেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বরের শুরু দিকে নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়। তখন এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশে রকেটটি পাঠাতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি। সে সময় বলা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটছে।
দোকানে দাঁড়িয়ে চপ ভেজে বিক্রি করলেন মমতা
ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির অশোভন মন্তব্যের জের সামলাতে ক্ষমা চাইতে হয়েছিল মমতা ব্যানার্জীকে। এবার আদিবাসীদের নয়নের মনি বিরসা মুন্ডার জন্মদিনে নিজ হাতে চপ ভেজে কাগজে মুড়িয়ে বিক্রি করে স্থানীয়দের মন জেতার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার (১৫ নভেম্বর) ঝাড়গ্রামের বেলপাহাড়িতে প্রশাসনিক বৈঠকের পর আদিবাসী গ্রামটিতে হাজির হন তৃণমূল সুপ্রিমো। তাদের নানা অভিযোগ শুনে রওয়ানা দেন তিনি। হঠাৎ পথ চলতে চলতে ঢুকে পড়েন চায়ের দোকানে। সেখানে নিজ হাতে চপ ভেজে তেল ছেঁকে কাগজে মুড়িয়ে বিক্রি করেন মমতা।
পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ‘সম্ভবত’ রাশিয়া থেকে ছোড়া হয়নি
ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভেতর যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন প্রাণ হারিয়েছেন, সেটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
দৈনিক শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে তিন লাখ ২০ হাজার ৩২২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৮১ হাজার ৭৯৮ জন। বুধবার (১৬ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
২০২৪ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের
আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চেয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।
‘রুশ ক্ষেপণাস্ত্র’ হামলায় পোল্যান্ডে নিহত ২, জরুরি বৈঠকে ন্যাটো
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পোল্যান্ডে আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ন্যাটো সদস্য পোল্যান্ডে সত্যিই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ড়ে পারে। যদিও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
এমএসএম/এএসএম