সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ নভেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সোলায়মানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বসে পড়েছে। খবর আল-জাজিরার।
ডেঙ্গুর আঁতুরঘর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ
প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হয় পশ্চিমবঙ্গে। বর্ষাকালের জমা পানিতে মশার বংশবৃদ্ধি বাড়ে। শুধু কলকাতা নয়, পাশের জেলা উত্তর ২৪ পরগনার বিভিন্ন শহরেও ডেঙ্গুর সংক্রমণ পৌঁছে গেছে। সেখানে ছড়িয়ে পড়তে শুরু করেছে ডেঙ্গু। প্রায় প্রতি বাড়িতেই একজন করে রোগী পাওয়া যাবে বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা।
কাতার ফুটবল বিশ্বকাপ: অ্যালকোহল প্রেমীদের দুঃসংবাদ দিলো আয়োজকরা
এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপসাগরীয় দেশ কাতারে। ২০ নভেম্বর পর্দা উঠবে বৈশ্বিক ক্যালেন্ডারের সবচেয়ে বড় এই আয়োজনটির। তবে অ্যালকোহল প্রেমীদের জন্য দুঃসবাদ দিয়েছে কাতারের আয়োজক কমিটি। স্টেডিয়ামের মধ্যে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। খবর ব্লুমবার্গের।
শেক্সপিয়ারের একটি ছবি এক কোটি পাউন্ডে বিক্রি!
প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার বেঁচে থাকতে তার একটিমাত্র ছবি আঁকা হয় ১৬০৮ সালে। সেই ছবিটি এখন এক কোটি পাউন্ডে নিলাম ছাড়াই বিক্রির ঘোষণা দিয়েছে পশ্চিম লন্ডনের গ্রোসভেনর হাউজ হোটেল কর্তৃপক্ষ। ব্যক্তিগত সম্পদ হিসেবে ছবিটি দীর্ঘদিন ধরে ওই হোটেলে টাঙানো রয়েছে।
খাশোগি হত্যা মামলায় প্রিন্স সালমানকে দায়মুক্তি দিলো যুক্তরাষ্ট্র
সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানেকে দায়মুক্তি দিয়েছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ দায়মুক্তি ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন জামাল খাশোগির সাবেক বাগদত্তা হাতিস চেঙ্গিস।
ছিলেন ইংরেজি শিক্ষক, এখন চীনের পঞ্চম শীর্ষ ধনী
একজন ইংরেজির শিক্ষক থেকে চীনের পঞ্চম শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছেন জ্যাক মা। ১৯৯৯ সালে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কর্মাস প্রতিষ্ঠান আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা তিনি। কিন্তু সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত কোম্পানিটির শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দেশটির সরকার যখন ইন্টারনেটকেন্দ্রিক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে তখনই জ্যাক মা এই সিদ্ধান্ত নেন।
ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে জাপান সাগরে আরও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রটি জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে।
৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখলো জাপান
জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এদিকে, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, তার মধ্যেই মূল্যস্ফীতি দেখা দেওয়ায় কমেছে জাপানি মুদ্রা ইয়েনের মান।
১ কোটি ইউক্রেনীয় অন্ধকারে: জেলেনস্কি
ইউক্রেনের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে রাশিয়ার মিসাইল হামলা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়ার নতুন করে মিসাইল হামলার কারণে এক কোটির বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলায় এ পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হোয়াইট হাউজে বাইডেনের নাতনির বিয়ে
হোয়াইট হাউজে জমকালো বিয়ের আয়োজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে বলে কথা। শনিবার (১৯ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ঘিরে তাই সাজ সাজ রব।
এমএসএম/এএসএম