শেয়ারের মূল্য কমায় সম্পত্তি কমেছে মার্কিনিদের

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আমেরিকানদের সম্পত্তি কমেছে। শেয়ারের মূল্য কমায় গ্রীষ্মজুড়েই এমন অবস্থা দেখা গেছে। তবে অনেক মার্কিনিদের সম্পত্তি এখনো ভালো অবস্থানে রয়েছে, বিশেষ করে করোনা মহামারির আগের তুলনায়। খবর সিএনএনের।
দেশটির ফেডারেল রিজার্ভের প্রকাশিত তথ্যে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের হাউজহোল্ডস ও অলাভজনক সংস্থার মোট সম্পত্তি ৪০০ বিলিয়ন ডলার কমে ১৪৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার দাঁড়িয়েছে। বলা হয়েছে, হউজহোল্ড শেয়ার কমেছে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। তবে তাদের রিয়েল স্টেট হোল্ডিংসের মূল্য বেড়েছে ৭০০ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়, এই বছরের দ্বিতীয় প্রান্তিকে আমেরিকনদের সম্পত্তি কমে ৬ ট্রিলিয়ন ডলারের বেশি। এক্ষেত্রেও ভূমিকার রেখেছিল শেয়ার মূল্য। যদিও ফেডারেল রিজার্ভের তথ্যে মূল্যস্ফীতিকে সংযোজন করা হয়নি।
দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শেয়ারবাজার। এ সময় দ্য এসএ্যান্ডপির সূচক কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। যদিও বাজার এখনো ঘুরে দাঁড়িয়েছে।
ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি হাউস প্রাইস ইনডেক্স অনুযায়ী, আগের প্রান্তিকের তুলনায় জুলাই-আগস্ট-সেপ্টেম্বর সময়ে অর্থাৎ তৃতীয় প্রান্তিকে বাড়ির মূল্য শূন্য দশমিক এক শতাংশ বেড়েছে।
তাছাড়া বার্ষিকভিত্তিতে হাউজহোল্ড ঋণ বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ, যা আগের প্রান্তিকের তুলনায় কম। হোম মর্টগেজ ঋণ বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ, যেখানে নন-মর্টগেজ ভোক্তা ঋণ বেড়েছে ৭ শতাংশ। এই দুই সূচকও আগের প্রান্তিকের থেকে কম।
এমএসএম