সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ ডিসেম্বর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
শান্তিতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আজ
নাগরিকদের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখা বেলারুশের কারাবন্দি মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস কর্তৃপক্ষের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে শনিবার (১০ ডিসেম্বর)। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীরা পাবেন ৯ লাখ মার্কিন ডলার।
৯ দেশের ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি দেশের ৪০টিরও বেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন রাজস্ব দপ্তর। এদিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো উত্তর কোরিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, গিনি, ইরান, মালি, ফিলিপাইন, রাশিয়া ও চীনের।
কারও কাছে তেল বিক্রি করবো না, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি
প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করে দেওয়ায় পশ্চিমাদের আবারও হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এমন কোনো দেশের কাছে তেল বিক্রি করবে না যারা তার তেল রপ্তানিতে মূল্যসীমা আরোপ করে। একই সঙ্গে তেল উৎপাদন কমানোর হুঁশিয়ারিও দেন তিনি।
উপসাগরীয় দেশগুলোকে ইউয়ানে জ্বালানি বিক্রির প্রস্তাব শি জিনপিংয়ের
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো যদি চীনা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে পড়বে। বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।
রাশিয়ার শীর্ষ অস্ত্র সহায়তাকারী ইরান, বলছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়াকে নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে, দেশ দুটি যৌথভাবে প্রাণঘাতী ড্রোন তৈরির বিবেচনা করছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি অভিযোগ করে বলেন, রাশিয়া ও ইরান যৌথভাবে ড্রোন তৈরি করছে যা ইউক্রেনের জন্য তো বটেই, ইরানের প্রতিবেশী দেশ ও বিশ্ব সম্প্রদায়ের জন্য ক্ষতিকর।
বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বিরোধীদের ‘ডিসেম্বর ধামাকা’
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। বিরোধী দল বিএনপির নেতারা হুমকি দিয়ে বলেছেন, ‘১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে’। তাদের এই হুমকির পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না’। বাংলাদেশের মতো রাজনীতিতে এ ডিসেম্বরের হাওয়া লেগেছে ভারতের পশ্চিমবঙ্গেও।
খাদ্যশস্য রপ্তানিতে বেলারুশ ট্রানজিট ব্যবহার করতে পারে ইউক্রেন
শর্ত ছাড়াই বেলারুশের ট্রানজিট পয়েন্ট ব্যবহার করে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন। জাতিসংঘের মুখপাত্র জানান, বেলারুশের তরফে দেশটির ট্রানজিট পয়েন্ট ব্যবহার করে লিথুয়ানিয়ার বন্দরে শস্য রপ্তানিতে সম্মতি জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, শুক্রবার (৯ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউরি আমব্রেজভিচ নিউ ইয়র্কে বৈঠক করেন। সেখানে তিনি শর্ত ছাড়াই ইউক্রেনের শস্য রপ্তানিতে ট্রানজিট পয়েন্ট ব্যবহারের এ অনুমতি দেন।
হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ৫ বছর জেল
জালিয়াতির অভিযোগে হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে পাঁচ বছর ৯ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার (১০ ডিসেম্বর) তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। লিজ চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাকে এ সাজা দেওয়া হলো। ৭৫ বছর বয়সী লাইয়ের একটি প্রাইভেট কোম্পানি ডিকো কনসালট্যান্টস লিমিটেড রয়েছে। জিমি লাই হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকারও প্রতিষ্ঠাতা। এই পত্রিকাটি বেইজিংয়ের কট্টর সমালোচক।
শেয়ারের মূল্য কমায় সম্পত্তি কমেছে মার্কিনিদের
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন নাগরিকদের সম্পত্তির পরিমাণ কমেছে। শেয়ারের মূল্য কমে যাওয়ায় গ্রীষ্মজুড়েই দেশটিতে এমন অবস্থা দেখা গেছে। তবে অনেক মার্কিনিদের সম্পত্তি এখনো ভালো অবস্থানে রয়েছে। দেশটির ফেডারেল রিজার্ভের প্রকাশিত তথ্যে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের হাউজহোল্ডস ও অলাভজনক সংস্থার মোট সম্পত্তি ৪০০ বিলিয়ন ডলার কমে ১৪৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার দাঁড়িয়েছে। বলা হয়েছে, হউজহোল্ড শেয়ার কমেছে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। তবে তাদের রিয়েল স্টেট হোল্ডিংসের মূল্য বেড়েছে ৭০০ বিলিয়ন ডলার।
ঘূর্ণিঝড় মানদৌসের আঘাত, তামিলনাড়ুতে নিহত ৪
ভারতের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মানদৌস। এতে তামিলনাড়ু রাজ্যে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। যদিও ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর দুর্বল হয়ে যায়। চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে ১১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তাছাড়া শত শত গাছ উপড়ে গেছে। এরই মধ্যে উদ্ধারকাজসহ প্রয়োজনীর সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসএএইচ/এএসএম