সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ ডিসেম্বর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল
নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্পকমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এরই মধ্যে তাকে অ্যাপয়েন্ট করেছেন।
ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন
ইউক্রেন সংঘাতের সঙ্গে যারা জড়িত তাদের সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। তবে কিয়েভ ও এর পশ্চিমা সমর্থকরা শুরু থেকেই আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। রোববার (২৫ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন।
এক মাস সাগরে ভাসার পর ইন্দোনেশিয়ায় নামলো রোহিঙ্গাদের একটি দল
এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গাদের একটি দল ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের অচেহ প্রদেশের একটি উপকূলে নেমেছে। এসময় তারা ব্যাপক ক্ষুধার্ত ও দুর্বল ছিল। রোববার (২৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়া: পুতিন
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এসব অত্যাধুনিক অস্ত্র ধ্বসং করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বড়দিন উপলক্ষে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের ভিড়
দেশি-বিদেশি পর্যটকদের কাছে কলকাতার বড়দিন মানেই পার্ক স্ট্রিটের আলোয় মোরা পরিবেশ। ২৪ ডিসেম্বর (শনিবার) রাতেই অনেকে বড়দিনের আনন্দ উপভোগ করতে পার্ক স্ট্রিট মুখী হন।
পোপের সমালোচনায় মানুষের সম্পদ-ক্ষমতার লোভ
বিশ্বজুড়ে মানুষের সম্পদ আর ক্ষমতার ক্ষুধার নিন্দা করেছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। শনিবার (২৪ ডিসেম্বর) বড়দিনের আগের সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় দেওয়া বক্তব্যে তিনি এ নিন্দা জানান।
আফগান নারীরা এনজিওতে কাজ করতে পারবেন না, তালেবানের নির্দেশ
বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নিষিদ্ধ করার পর, দেশি ও বিদেশি কোনো বেসরকারি সংস্থায় (এনজিও) আফগান নারীরা কাজ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে তালেবান সরকার। শনিবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
রুশ সাবমেরিন শিপইয়ার্ড প্রধানের আকস্মিক মৃত্যু
রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাণকারী কারখানা বা শিপইয়ার্ড অ্যাডমাইরেল্টির প্রধান আলেক্সান্ডার বুজাকোভ মারা গেছেন। এক বিবৃতিতে শিপইয়ার্ড কর্তৃপক্ষ শনিবার (২৪ ডিসেম্বর) তার আকস্মিক মৃত্যুর খবর জানায়।
করোনার দৈনিক সংক্রমণের তথ্য আর প্রকাশ করবে না চীন
নতুন করে দৈনিক করোনা সংক্রমণের তথ্য আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে চীন। নতুন করে করোনায় ভয়াবহ সংক্রমণ শুরুর পর থেকে সংক্রমণের সংখ্যা ও মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো শি জিনপিং প্রশাসন।
করোনায় আরও ৭৮৩ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৮৭ হাজার
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন। এ সময়ে করোনায় মারা গেছেন ৭৮৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৮৫ হাজার ২৩৯ জনে। একই সময়ে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৪ লাখ ৪০ হাজার ২২৫ জনে।
এমএসএম/এএসএম