পাখির বাসায় চিতার আবাস!


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম দর্শনে মনে হতে পারে এটি অন্যান্য গাছের ন্যায় সাধারণ একটি গাছ। আসলেও লতাপাতায় পরিপূর্ণ একটি গাছ। কিন্তু এই গাছটি চিতাবাঘের আবাসস্থল। ঝোপঝাড়ের আড়ালে এই গাছের মাথায় আবাস গড়ে তুলেছে চিতাবাঘ।

leopard

আফ্রিকার দেশ তানজানিয়ার এনদুটুতে এই আশ্চর্য গাছের অবস্থান। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনদুটুতে এরকম দুটি গাছ পাশাপাশি অবস্থানে রয়েছে। খালি চোখে কখনোই দৃষ্টিগোচর হবে না এখানে কোনো বাঘের অবস্থান রয়েছে। তবে একটু অনুসন্ধানী দৃষ্টিতে দেখলেই চোখে পড়বে ওই গাছের মাথায় লুকিয়ে থাকা চিতার।

leopard

৩৬ বছর বয়সী রাশিয়ার ফটোগ্রাফার জুলিয়া সুন্দুকোভা বাঘের লুকিয়ে থাকার ক্যামেরায় ধারণ করেছেন। জুলিয়া বলেন, এটা পর্যবেক্ষণ করাটা ছিল অত্যন্ত মজার, পাখির বাসায় বসে রয়েছে বুদ্ধিমান চিতা।

leopard

তবে এর ছবি তুলতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে জুলিয়াকে। যখনই ক্যামেরার ফ্রেমে বন্দী করতে যাচ্ছিলেন তখনই আড়ালে নিজেকে লুকায় চিতা। পরে পাখির বাসায় চিতার আবাস গড়ার বেশ কিছু ছবি তুলতে সক্ষম হন তিনি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।