সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ ডিসেম্বর ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ভারতের তৈরি সিরাপে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ
গাম্বিয়ার পর এবার উজবেকিস্তান অভিযোগ করেছে, ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে দেশটির ১৮ শিশুর মৃত্যু হয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (২৮ ডিসেম্বর) জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখন পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ায় বাইক কার্নিভালে গাড়ি চাপায় নিহত ১৪
নাইজেরিয়ার বন্দর নগরী কালাবারে বাইকারদের একটি কার্নিভালে মদ্যপ এক ব্যক্তি ভিড়ের ওপর গাড়ি চালালে অন্তত ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ওই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লোকজনকে চাপা দেন। একমাস ধরে চলা এই কার্নিভালে বেশ কিছু বিশেষ আয়োজন থাকে। ২০০৪ সাল থেকে শুরু এই কার্নিভাল। দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এই কার্নিভাল।
ইউক্রেনে ফের দফায় দফায় মিসাইল হামলা
ইউক্রেনের বড় বড় শহরকে কেন্দ্র করে রাশিয়ার বিমান হামলার সতর্কতায় রেড এলার্ট জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক দাবি করে বলেছেন, জনবহুল ও বেসামরিক অবকাঠামো টার্গেট করে রাশিয়া আরও ১২০টি মিসাইল ছুঁড়েছে। রাজধানী কিয়েভেই দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খারকিভ, ওডেসা, লভিভ এবং জাইতোমির শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় ইসরায়েল
ইরানে হামলার জন্য প্রস্তুতি আরও উন্নত করেছে বলে দাবি করেছে ইসরায়েল। গত বুধবার (২৮ ডিসেম্বর) তাদের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিক্ষোভে উত্তাল বলিভিয়া
ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বলিভিয়ার পুলিশ সান্তা ক্রুজের গভর্নর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী লুইস ফার্নান্দো কামাচোকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের খবর জানার পর বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থক ও কর্মীরা। তবে কেন এই নেতাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেনি বলিভিয়ার সরকার।
২০২৩ সালেই ৫৭ শতাংশ বিজ্ঞাপন অনলাইনে
বর্তমান যুগে ধীরে ধীরে সব কাজই হয়ে উঠছে ইন্টারনেটনির্ভর। মানুষ আরও বেশি সময় কাটাচ্ছে অনলাইনে। ফলে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ডিজিটাল বিজ্ঞাপনও বাড়ছে। এই ধারা অব্যাহত থাকবে ২০২৩ সালেও। মহামারির মধ্যে ডিজিটাল বিজ্ঞাপনে যে সুসময় শুরু হয়েছিল, তা আরও ফলদায়ক দেবে। ২০২৩ সালে ডিজিটাল বিজ্ঞাপনের পেছনে আরও বেশি অর্থ ঢালা হবে, যা মোট বিজ্ঞাপনী ব্যয়ের ৫৭ শতাংশ দখল করতে পারে।
হর্ন অব আফ্রিকায় বিপজ্জনক হয়ে উঠতে পারে ইরিত্রিয়া
হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শৃঙ্গ ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া নিয়ে গঠিত। গত পাঁচ বছরে এই অঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে। পাঁচ বছর আগে হর্ন অব আফ্রিকার রাজনীতিতে নতুন ভোর আসছে বলে মনে হয়েছিল। এই অঞ্চলের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ইথিওপিয়ায় বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হন আবি আহমেদ। তার ক্ষমতায় আসার পর একটি গণতান্ত্রিক ভাবধারার উন্মেষ ঘটেছিল এই অঞ্চলে।
হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজ্যের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বিয়ের সানাই আম্বানি পরিবারে, বাগদান সারলেন অনন্ত-রাধিকা
ফের বিয়ের সানাই বাজতে শুরু করেছে আম্বানি পরিবারে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজস্থানের একটি মন্দিরে বাগদান সেরেছেন অনন্ত ও রাধিকা মার্চেন্ট। রাধিকা-অনন্তের সম্পর্কের কথা অনেকেরই জানা। আম্বানি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখে গেছে তাদের। এবার সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে।
পাকিস্তানে প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে প্রশ্ন, ‘খাবার দেবেন কখন?’
প্রধান অতিথির বক্তৃতা শোনা নয়, তার আগ্রহ খাবারের দিকে। সভার মধ্যেই বিষয়টি স্পষ্ট বুঝিয়ে দিলেন এক শ্রোতা। আর তা করতে গিয়ে খোদ পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে প্রশ্ন ছুঁড়লেন, ‘খাবার কখন দেওয়া হবে?’ হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে শাহবাজ শরিফের সভায়। আর তার কারণে ভরা সভার মধ্যে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই কাণ্ডের ভিডিও।
কেএএ/জেআইএম