সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৩ জানুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ফ্লুর তুলনায় অর্ধেকে নামবে করোনায় মৃত্যু
২০২৩ সালে করোনাভাইরাস মহামারি পুরোপুরি বিদায় নেবে কি না তা বলা কঠিন। এ বছর আরও কয়েক লাখ বা কোটি মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হতে পারেন। তবে এতে প্রাণহানির সংখ্যা কমবে উল্লেখযোগ্যভাবে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, নতুন বছরে করোনার নতুন কোনও বিপজ্জনক ধরন বিস্তার লাভ না করলে এতে প্রাণহানির সংখ্যা ফ্লুতে মৃত্যুর সংখ্যার অর্ধেকেরও নিচে নেমে আসা উচিত। মহামারির শুরুর দিকের তুলনায় করোনায় মৃত্যুহার এরই মধ্যে ২০০ গুণ কমে গেছে।

হাইড্রোজেন জ্বালানি খাতে বিনিয়োগ বাড়বে
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা এখন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেকারণে ছোট-বড় অনেক দেশই ক্ষতিকর উপাদান কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নিচ্ছে। ফলে বিকল্প হিসেবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে বহু দেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ২০২৩ সালে হাইড্রোজেন জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা কতটুকু।

অতিরঞ্জিত তথ্য প্রচার, মাস্কের টেসলাকে ২২ লাখ ডলার জরিমানা
বিজ্ঞাপন আইন লঙ্ঘনের অভিযোগে ইলন মাস্কের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকর্পোরেটেডকে ২২ লাখ ডলার জরিমানা করবে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা। মঙ্গলবার (৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশন এক বিবৃতিতে জানায়, টেসলা তার বৈদ্যুতিক গাড়ির ড্রাইভিং পরিসীমা এবং চার্জ করার গতি, সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ের আনুমানিক খরচের ভুয়া তথ্য এবং অতিরঞ্জিত করে প্রচার করেছে।

যেসব দেশ থেকে ভারতে প্রবেশে করোনা পরীক্ষা বাধ্যতামূলক
বেশ কিছু দেশের ভ্রমণকারীদের জন্য নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ছয়টি দেশ ও অঞ্চলের ভ্রমণকারীদের জন্য ভারতে প্রবেশে করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। গত ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে এ নির্দেশনা।

ভারতে মেট্রোরেলের দরজায় নারীর জামা আটকে ভয়ংকর দুর্ঘটনা
ভারতে মুম্বাই মেট্রোরেলে ওঠার সময় হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়ায় জামা আটকে যায় এক নারী যাত্রীর। তিনি প্রাণপণ চেষ্টা করেও সেটি ছাড়াতে পারেননি। ততক্ষণে চলতে শুরু করে ট্রেনটি। ধীরে ধীরে বাড়ছিল গতি। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান সেই নারী। আর তাকে টেনে হিঁটড়ে নিয়ে যেতে থাকে মেট্রোরেল।

আল-আকসার ইমামকে তুলে নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ
পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের গোয়েন্দারা। সোমবার (২ জানুয়ারি) এমন তথ্য জানায় ম্যধপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। এক প্রতিকেদনে ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে অভিযান চালান ইসরায়েলি সেনারা। কোনো কারণ না দেখিয়েই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়।

বাজারে আসছে উড়ন্ত গাড়ি
একবার ভাবুন, খুব কম সময়ে অফিসে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়েই দেখলেন রাস্তায় বিশাল যানজট। এমন সময় গাড়িতে থাকা একটি বাটনে চাপ দিলেন, আর গাড়িটি মুহূর্তেই হেলিকপ্টার বা উড়োজাহাজ হয়ে গেলো। আরেকটি বাটন চাপতেই গাড়িটি দিব্যি আকাশ দিয়ে উড়তে শুরু করলো। জ্যামে দাঁড়িয়ে থাকা গাড়িচালক বা মালিকরা আপনার দিকে হা করে তাকিয়ে থাকলেন। পাগলের প্রলাপ মনে হচ্ছে, তাই না? তেমনটা মনে হলেও অদূর ভবিষ্যতে বাজারে আসতে চলেছে এমন গাড়ি।

দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত: ইউক্রেন
রাশিয়ার অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বছরের প্রথম দিনে দোনেৎস্ক অঞ্চলের মাকিভকা শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তারা। এ ভবনটিতে রুশ বাহিনী অবস্থান করছিল। হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। এতে আরও ৩০০ জন আহত হতে পারেন।

ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে বহু সৈন্যের প্রাণহানি, রাশিয়ায় ক্ষোভ
রুশ অধিকৃত দনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর এক ভয়াবহ হামলায় বিপুলসংখ্যক সৈন্য নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে রাশিয়া। রোববার (১ জানুয়ারি) নববর্ষের দিন মধ্যরাতে ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ওই সৈন্যদের প্রাণহানি ঘটে। কিয়েভের দাবি, অধিকৃত দনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০০ রুশ সৈন্যকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, লড়াইরত সৈন্যদের প্রাণহানির এ ঘটনায় রাশিয়াজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।