তৃণমূল বিধায়কের পা টিপে নেওয়ার ছবি ভাইরাল, বিজেপির কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৫ জানুয়ারি ২০২৩

হুগলি-চুচুড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর। কলকাতা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরে তৃণমূল ও বিজেপির নেতাকর্মীরা রাজনীতি নিয়ে বেশ সরব। সম্প্রতি চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী, এমন ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনার জেরে শুরু হয়েছে হইচই।

গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সমিতির নারী সদস্য রুমা রায় পালকে উদ্দেশ্য করে বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, ‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ ও ভোটের টিকিট পাওয়া যায়।’

বিধায়ক অসিত এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তার পায়ে অস্ত্রোপচার হয়েছে এবং ১০৮টি সেলাই রেগেছে। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে পা ব্যথা হয় তার।

অসিত বলেন, ‘দলের কর্মী হিসেবে নয়, একজন মেয়ে, একজন বোন হিসেবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই। বিজেপির আহাম্মকরা কোনো শিক্ষা পায়নি তাই এসব বলছে।’

স্থানীয়রা বলেন, সম্প্রতি রুমা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি ভাইরাল হয় মুহূর্তেই।

সূত্র: আনন্দবাজার

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।