ইসরায়েলের অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে অভিযান পরিচালনা করছে ইসরায়েলের সেনাবাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত নয় ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন কয়েকডজন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত বছরের শুরু থেকে দখল করা পশ্চিমতীরে ইসরায়েল ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর মধ্যে সব থেকে বেশি প্রাণঘাতী অভিযান বলা হচ্ছে এটিকে।
ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা ১৬। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া নিহতদের মধ্যে থেকে এখন পর্যন্ত একজনকে চিহ্নিত করা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের কার্যক্রমেও বাধা দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।
জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বেকার, অভিযানের বিস্তার ও হতাহতের দিক বিবেচনা করলেও বোঝা যায় এটা কতটা নজিরবিহীন।
ইসরায়েলে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ
বেকার বলেন, ইসারয়েলের বাহিনী হাসপাতালের দিকে লক্ষ্য করেও কাঁদানেগ্যাস নিক্ষেপ করেছে, যা একটি শিশু বিভাগে প্রবেশ করে। এতে অনেক শিশু আহত হয়।
এদিকে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার জেনিন শহরে অভিযান শুরু করা হয়েছে। এর বেশি কিছু জানায়নি তারা।
এমএসএম