সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
অবৈধ অভিবাসীদের ফেরাতে ঢাকার ওপর ইইউ’র চাপ, ভিসা কড়াকড়ির প্রস্তাব
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোতে যেসব আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হয়ে গেছে, তাদের নিজ দেশে ফেরানোর সংখ্যা বাড়াতে চায় ইইউ। এই জন্য বিদ্যমান আইনের ‘পূর্ণ ব্যবহার’ করা হবে বলে জানিয়েছেন সুইডেনের অভিবাসন বিষয়ক মন্ত্রী মারিয়া মলমের স্ট্যানেরগার্ড।
নতুন বছরে একদিনও বিশুদ্ধ বাতাস পায়নি ঢাকাবাসী
২০২৩ সালের জানুয়ারি মাস শেষ হতে আর মাত্র দুদিন বাকি। অথচ এই বছরে এখন পর্যন্ত একদিনও বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারেনি ঢাকাবাসী। প্রতিদিনই বিষে ভরা বাতাস নাকে ঢুকছে তাদের। তাতে বাড়ছে স্বাস্থ্যগত সমস্যাও। কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা।
আফগানিস্তানে ভয়াবহ ঠান্ডায় ১৬৬ জনের মৃত্যু
আফগানিস্তানে ভয়াবহ ঠান্ডার কারণে এ পর্যন্ত ১৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৮ জানুয়ারি) দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে। ভঙ্গুর অর্থনীতির দেশটিতে এমনিতেই চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। ত্রাণসংকটে পড়ে বিপর্যস্ত আফগানদের জনজীবন।
পাকিস্তানে খাদে পড়ার পর বাসে আগুন, নিহত ৪৪
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খাদে পড়ার পর বাসটিতে আগুন লেগে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। রোববার (২৯ জানুয়ারি) সকালে ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
ভারতে দিনদুপুরে মন্ত্রীর বুকে গুলি, আটক পুলিশ কর্মকর্তা
ভারতের উড়িষ্যায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাশ। খুব কাছ থেকে তার বুকে দু’বার গুলি করেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয় অভিযুক্ত এএসআই’কে।
নাগরিকদের জন্য অস্ত্র আইন সহজ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েলের নিরাপত্তা পরিষদ নিজেদের নাগরিকদের জন্য আগ্নেয়াস্ত্র বহনের আইনটি আরও সহজ করার অনুমোদন দিয়েছে। গত দুদিনে জেরুজালেমে ফিলিস্তিনিদের পৃথক দুটি হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আহ্বানে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত
কৃষ্ণাঙ্গ যুবককে নির্যাতন ও নিহতের ঘটনা প্রকাশ পাওয়ার পর তীব্র প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের বিশেষ ‘স্করপিয়ন ইউনিট’ স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে, ইঙ্গিত মার্কিন জেনারেলের
আগামী ২০২৫ সালে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ও চীন, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন বিমান বাহিনীর চার তারকাবিশিষ্ট জেনারেল মাইক মিনিহান। যুদ্ধের জন্য কমান্ডারদের প্রস্তুতিও নিতে বলেছেন ওয়াশিংটনের এই কর্মকর্তা।
পাকিস্তানে পেট্রলের দাম বাড়লো একলাফে ৩৫ রুপি
পাকিস্তানে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। রোববার (২৯ জানুয়ারি) দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করেছেন। সেখানে এবার পেট্রলের দাম বাড়ানো হয়েছে একলাফে ৩৫ রুপি। বেড়েছে ডিজেল-কেরোসিনের দামও।
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি চূড়ান্ত
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন সোমবার (৩০ জানুয়ারি)। আর মঙ্গলবার বইপ্রেমীদের জন্য খুলে দেওয়া হবে মেলা প্রাঙ্গণ। এ উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে মেলার আয়োজক কর্তৃপক্ষ।
কেএএ/