ভারতের প্রবৃদ্ধি কমার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

ভারতের প্রবৃদ্ধি আগামী অর্থবছর কমতে যাচ্ছে। এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি হতে পারে ছয় থেকে ছয় দশমিক আট শতাংশ। তবে এই পরিসংখ্যান নির্ভর করছে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলোর ওপর। ভারতের অর্থমন্ত্রী নির্মালা সিতারাম সংসদে এ সম্পর্কিত সমীক্ষার তথ্য উপস্থাপন করেছেন। খববর দ্য ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, যদি এই পূর্বাভাস বাস্তাব হয় তাহলে তা হবে গত তিন বছরের মধ্যে ধীর বা কম। দিল্লি এই বছর সাত শতাংশ প্রবৃদ্ধি আশা করছে। তাছাড়া গত অর্থ বছরে দেশটির প্রবৃদ্ধি ছিল আট দশমিক সাত শতাংশ।

আরও পড়ুন> ভারতে বিদেশি বিনিয়োগ আরও ঝুঁকির মুখে পড়তে পারে

এদিকে আগামী অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছয় দশমিক এক শতাংশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, এই প্রবৃদ্ধির হার ছয় দশমিক ছয় শতাংশ।

তবে ভারতের আর্থিক সমীক্ষা রিপোর্টে এই প্রবৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি, ছয় থেকে ৬ দশমিক ৮ শতাংশ।

জানা গেছে, করোনা মহামারির পর থেকে ভারতের অর্থনীতি পুনরুজ্জীবিত হয়েছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বাজারেও মূল্যবৃদ্ধি মাথা চাড়া দিয়ে উঠেছে। এম পরিস্থিতিতে ভারতসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো মহামারি চলাকালীন গৃহীত অতি-শিথিল আর্থিক নীতি প্রত্যাহার করার চেষ্টা করছে।

আরও পড়ুন> ভারতের পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন আদানি

অন্যদিকে আর্থিক নীতি কঠোর হওয়ার কারণে ভারতীয় মুদ্রার ওপর চাপ অব্যাহত থাকতে পারে। তাছাড়া শক্তিশালী স্থানীয় অর্থনীতির কারণে আমদানি বেশি থাকতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির দুর্বলতার কারণে রপ্তানি কমতে পারে। সেই কারণে আগামী অর্থবছরে ভারতের রাজস্বে কিছুটা ঘাটতি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।