নাগরিকদের ভোটাধিকার দিতে লোকসভায় বিল পাস


প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের পর ভারতের নাগরিক হওয়া বাসিন্দাদের ভোটের অধিকার দিতে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের লোকসভায় ওই বিলে সংসদ সদস্যরা সমর্থন দেন।

আইনমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া বিবেচনা ও পাশের জন্য নির্বাচন আইন (সংশোধন) বিল-২০১৬ উপস্থাপন করেন। একই সঙ্গে অবিলম্বে তা পাসের জন্য সংসদ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

বিরোধী দলের সাংসদরাও ওই বিলে সমর্থন দেয়ার পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের বিলম্ব করা নিয়ে প্রশ্ন তোলেন। পরে বিলটি সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গৌড়া সাবেক ছিটমহলের বাসিন্দাদের ভোটের অধিকার দিতে চলতি অধিবেশনেই বিলটি পাসের জন্য হাউসের প্রতি আহবান জানান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। সাবেক ছিটমহলের বাসিন্দারা যাতে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারেন তার জন্য রাজ্যকে সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে কেন্দ্র।

এসআইএস/এবিএস  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।