করোনাভাইরাস

২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষেই জাপান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

জাপানে মহামারি করোনাভাইরাস সংক্রমণ কমছেই না। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায়ও দেশটি বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ না বাড়লেও মৃত্যু কিছুটা বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে এক হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৭১ জন। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৪৮ হাজার ১৯৭ জন।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬৭ হাজার ৩২৪ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫০৩ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৪৪২ জন।

আরও পড়ুন: আদানির কোম্পানি থেকে পদত্যাগ করলেন বরিস জনসনের ভাই

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

jagonews24

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এরপর রয়েছে জার্মানি, মেক্সিকো, তাইওয়ান, পেরু, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও চিলির মতো দেশগুলো।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ৩৯৭ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ৬৮ হাজার ৭৯৬ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ১৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১১ লাখ ৩৫ হাজার ৩৪১ জন মারা গেছেন।

আরও পড়ুন: মতুয়াদের দেবতার নাম ‘ভুল উচ্চারণ’ মমতার সমালোচনা

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৯৭৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৪৮ জন।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন চার হাজার ৫০৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ২৮৬ জন।

jagonews24

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১৪৮ জনের।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ১৩ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫২২ জনের।

আরও পড়ুন: ১৮ দিন আমদানিব্যয় মেটানোর রিজার্ভ আছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে

তাইওয়ানে একদিনে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৭৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৫ লাখ ৯৬ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৪৩০ জন।

মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮১ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৭৩ লাখ ৭৭ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৩২৪ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পেরুতে সংক্রমিত ২৫২ জন এবং মারা গেছেন ৭৩ জন, চিলিতে সংক্রমিত ২ হাজার ৩২ জন এবং মারা গেছেন ৩৪ জন।

এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।