রাশিয়ার বিরুদ্ধে ইউরোপে সমরাস্ত্র আমেরিকার


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

রাশিয়াকে সামরিকভাবে বাধা দিতে পূর্ব ইউরোপে ট্যাংক ও সাঁজোয়া যান পাঠানোর পরিকল্পনা নিয়েছে আমেরিকা। এর পাশাপাশি ওই অঞ্চলে রুশ আগ্রাসন ঠেকাতে ধারাবাহিকভাবে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখতে চায় ওয়াশিংটন।

ইউরোপে নিযুক্ত নতুন মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফ্রেডেরিক বেন হজ জানিয়েছেন, পূর্ব ইউরোপে ১০০টি আব্রাম ট্যাংক ও ব্রাডলি ফাইটিং ভেহিকেল মোতায়েন করা হবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াস থেকে তিনি এ কথা জানান। লিথুয়ানিয়ার পাশাপাশি এস্তোনিয়া ও পোল্যান্ডেও এ ধরনের সামরিক যান মোতায়েনের চিন্তা চলছে বলে জেনারেল ফ্রেডেরিক উল্লেখ করেছেন।

মার্কিন এ সেনা কমান্ডার অভিযোগ করেন, রুশ নেতারা অনিশ্চয়তার বীজ বুনতে চাইছেন যাতে ন্যাটো সদস্যরা আস্থাহীনতায় ভোগে এবং পরে হামলা হলে তারা তাদের সাহায্যের ওপর নির্ভর করে। তবে রাশিয়া ন্যাটো সদস্য দেশগুলোর ওপর প্রচলিত কোনো হামলা চালাবে না বলেও তিনি বিশ্বাস করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।