ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাইডেন-শির শোকবার্তা

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩০০ জন। এখনও চলছে উদ্ধার কাজ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শোকবার্তা পাঠিয়েছেন। শি জিনপিং বলেছেন, তিনি এতো বেশি মানুষ হতাহতের বিষয়ে জানতে পেরে মর্মাহত। শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন> ভয়াবহ ভূমিকম্প/ তুরস্কে ২২ ঘণ্টা পর আরও এক নারী জীবিত উদ্ধার
এদিকে, চীনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, তারা তুরস্ক ও সিরিয়ার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্টকে ফোন করেন। এসময় তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।
One person was rescued from the rubble of a 6-story building that collapsed in southeastern province of Sanliurfa after about 18 hours https://t.co/9XuWtuDWGi pic.twitter.com/8vFuotS64I
— ANADOLU AGENCY (@anadoluagency) February 6, 2023
পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেন ‘এই ট্র্যাজেডির প্রতিক্রিয়ায় আমাদের ন্যাটো মিত্র তুর্কিকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।’
আরও পড়ুন>তুরস্কে ১০ শহর ক্ষতিগ্রস্ত, কিছু এলাকায় এখনও পৌঁছেনি উদ্ধার দল
বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। গোটা বিশ্ব যখান যুদ্ধ, শরণার্থী সংকট ও গভীর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত তখন আরও একটি মানবিক বিপর্যয় দেখছে।
সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এসএনআর