সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিধ্বস্ত প্রদেশগুলো এক বছরে পুনর্গঠনের প্রতিশ্রুতি এরদোয়ানের
ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল পরিদর্শনে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেখানে ভূমিকম্পে বিধ্বস্ত প্রদেশগুলোকে এক বছরের মধ্যে পুনর্গঠন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ভূমিকম্পে প্রাণহানি ১১ হাজার ছাড়ালো
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে আট হাজার ৫৭৪ জন। অন্যদিকে সিরিয়ায় মারা গেছে, দুই হাজার ৫৩০ জন।
ত্রিপুরায় পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু
সরব প্রচারের আর মাত্র ৭ দিন বাকি। এই অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের নির্বাচনী প্রচারে এক প্রকার ঝড় উঠলো বলা যায়। শাসক বিজেপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলই এদিক থেকে পিছিয়ে থাকতে চায় না। প্রায় প্রতিদিনই এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও না কোথাও জোর কদমে চলছে এই নির্বাচনী প্রচারণার কাজ।
সাগরে মিললো ৩২০০ কেজি কোকেন
সাগরে ভাসমান অবস্থায় ৩ দশমিক ২ টন বা ৩২শ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ এসব নেশাদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার কোকেন বাজারমূল্য ৩০ কোটি মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার, ভিডিও ভাইরাল
ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় তুরস্কের মতো সিরিয়ায়ও চলছে ব্যাপক উদ্ধার অভিযান। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে দেশ দুটির সীমান্ত এলাকায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর হাজার হাজার মানুষ বিধ্বস্ত ভবনগুলোতে চাপা পড়ে।
ব্যাগের ওজন বেশি, পিঠে ব্যথার অভিযোগ শিশুদের
পিঠে বড়সড় চামড়ার ব্যাগ নিয়ে হেলেদুলে হেঁটে যাচ্ছে ছোট ছোট শিশুরা। স্কুল খোলা দিনগুলোতে জাপানে এটি রোজকার দৃশ্য। দেশটিতে প্রাইমারি স্কুলের শিশুদের বই আনা-নেওয়ার জন্য এ ধরনের ব্যাগ ব্যবহারের রীতি বহু বছরের। তবে সেটিই যেন আজকালকার শিশুদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, এই ব্যাগের ওজন এত বেশি যে কাঁধে ও পিঠে ব্যথা হয়ে যায়।
জিল বাইডেন ও কমলা হ্যারিসের স্বামীর ‘চুম্বনের’ ভিডিও ভাইরাল
কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঠিক এ সময়ে সেখানে অন্য রকম একটি ঘটনা ঘটে। ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ও সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ একে অপরকে আলিঙ্গন করে চুমু খান। তাদের সেই ‘অদ্ভূত’ চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
তুরস্কে এক এমপি ও তার পুরো পরিবার ভূমিকম্পে নিহত
তুরস্কের এক আইনপ্রণেতা ও তার পরিবারের সব সদস্য ভূমিকম্পে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনপ্রণেতা ইয়াকুফ তাস ও তার পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে।
এবার ১৩০০ কর্মী ছাঁটাই করছে জুম
বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম এবার ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দেন।
পাকিস্তানে বাস-কার সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাস ও কারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এমএসএম