হারতে পছন্দ করেন না কোহলি


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

তার প্রতিভা নিয়ে কারও কোন সন্দেহ নেই। গত তিন-চার বছর ধরে আরও পরিণত হয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শের-ই-বাংলায় ভয়ঙ্কর পাক পেসকে সামলে দলকে জয়ের রাস্তায় এনে সেই পরিণতিবোধকেই আরও কয়েক ধাপ ওপরে উঠিয়েছেন বিরাট কোহলি।

ভারত-পাকিস্তান ম্যাচের পর পাক কোচ ওয়াকর ইউনিস বলেন, কোহলি এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি এমনই একজন যে হারতে একেবারেই অপছন্দ করে। বিপক্ষকে সব সময়েই চাপে রাখে। এর আগে বিরাট নিজেও বহু বার বলেছেন যে, হারতে তিনি একেবারেই পছন্দ করেন না। আর এটাই তার সফল্যের বীজমন্ত্র।

ভারত সফররত এক অস্ট্রেলীয় সাংবাদিক এক বার বিরাটকে প্রশ্ন করেছিলেন, কী করে বড় ম্যাচগুলোর জন্য নিজেকে তৈরি করেন করেন? প্রতিটা বড় টুর্নামেন্টে এত ভাল পারফর্ম করার রহস্য কী? উত্তরে কোহলি বলেন, টাফ শহরে ছোট থেকে বেড়ে ওঠা আমায় খুব সাহায্য করেছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।