যুক্তরাষ্ট্রে প্রবেশে ইসরায়েলিদের ভিসা লাগবে না
ইসরায়েলিদের এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আর ভিসা লাগবে না। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে মার্কিন আইন প্রণেতারা একটি বিল পাস করেছে। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে মার্কিন-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আইন-২০১৪ নামে বিলটি অনুমোদন দিয়েছেন।
এ বিল অনুযায়ী, ইসরায়েলের নাগরিকদেরকে ফ্রি ভিসায় যুক্তরাষ্ট্রে যাতায়াতেরও সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলে মার্কিন সমরাস্ত্র মজুদের পরিমাণ বাড়বে। আগে মজুদ ১৬০ কোটি ডলারের অস্ত্রের সঙ্গে যোগ হবে আরও ২০ কোটি ডলারের অস্ত্র। আর এসব অস্ত্র জরুরি প্রয়োজনে ইসরায়েল ব্যবহার করতে পারবে।
ইসরায়েলের স্বার্থে অনুমোদিত এ বিলে সামরিক, নিরাপত্তা, জ্বালানি, ব্যবসা, কৃষি, পানি ব্যবস্থাপনা, গবেষণা এবং শিক্ষাখাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বলা হয়েছে।
বিলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে স্বীকৃতি এবং তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থন বজায় রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে পার্লামেন্ট উচ্চকক্ষ সিনেট বিলটি অনুমোদন করে। নিম্নকক্ষে এটি পাস হওয়ার পর তাতে সইয়ের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে।