বিশ্বব্যাংক প্রধানের পদ ছাড়ছেন ম্যালপাস, দায়িত্বে অজয় বাঙ্গা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে তার সময় ভালো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংকের পদ ছাড়ছেন ডেভিড ম্যালপাস। নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেনের আস্থাভাজন ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বাইডেন জানিয়েছেন, ব্যবসায়ী অজয় বাঙ্গাকেই বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।
৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আগে তিনি মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) ছিলেন। একটি প্রযুক্তিগত ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সংস্থার নেতৃত্বও দিয়েছেন তিনি।
অজয় বাঙ্গা ১৯৫৯ সালে ভারতের পুনেতে জন্মগ্রহণ করেন। হায়দরাবাদ পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর আহমেদাবাদের আইআইএম থেকে এমবিএ করেন।
তার বাবা হরভজন সিং বাঙ্গা ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবেই তিনি অবসর নেন।
এরপর ১৯৮১ সালে নেসলে কোম্পানিতে যোগ দেন তিনি। পরে পেপসিকোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। ২০২০ সালে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।
বারাক ওবামার আমল থেকেই হোয়াইট হাউজের সঙ্গে তার যোগাযোগ ছিল। ফলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামা তাকে প্রেসিডেন্টের উপদেষ্টা কমিটির বাণিজ্যনীতি দেখভালের দায়িত্ব দেন।
এমওএস/এমআরএম