চীনের শান্তি প্রস্তাব

শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি/ ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি পরিকল্পনা শান্তি প্রস্তাব দিয়েছে চীন। এখন সে প্রস্তাব নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তবে চীনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত জেলেনস্কির শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের আহ্বানে সাড়া দেয়নি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রথম বার্ষিকীতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ বিষয়ে কথা বলেন। জেলনস্কি বলেন, চীন শান্তি প্রস্তাব দিয়েছে। তার মানে, দেশটি যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে চায়। 

আরও পড়ুন>> ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার আহ্বান চীনের

একই দিনে যুদ্ধের এক বছরপূর্তিতে চীন জানায়, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং। এমনকি, মিত্র দেশ রাশিয়াকে পারমাণবিক হামলার পরিকল্পনা না করার জন্যও আহ্বান জানায় চীন।

এমন প্রস্তাবে জেলেনস্কি বলেন, আমি চাই, চীন যেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না। গত কয়েক দিন ধরেই পশ্চিমা দেশগুলো দাবি করছে, রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করছে চীন। যদিও এর কোনো প্রমাণ সামনে আনতে পারেনি তারা। অন্যদিকে, চীনও বিষয়টি শক্তভাবে অস্বীকার করেছে।

আরও পড়ুন>> রুশ সেনা প্রত্যাহারে জাতিসংঘে ভোট, বিরত বাংলাদেশ-ভারত-চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া ও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের কথা বলা হয়। তাছাড়া পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

অন্যদিকে, ওই প্রস্তাবে শস্য রপ্তানি স্বাভাবিক করা ও ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ পরিহারেরও কথা তুলে ধরা হয়েছে। বেইজিংয়ের শান্তি প্রস্তাব স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, আমরা চীনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।

আরও পড়ুন>> রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিণত হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র ছায়াযুদ্ধে

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট এ শান্তি প্রস্তাবের প্রশংসা করেছেন। তাহলে এটি ভালো হয় কীভাবে? ওই পরিকল্পনায় রাশিয়ার সুবিধাকেই বড় করে দেখা হয়েছে।

বিবিসির বিশ্ব বিষয়ক সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন রাশিয়ার পাশে রয়েছে বলেই মনে হচ্ছে। ওই শান্তি পরিকল্পনার মাধ্যমে বেইজিং পুতিনকে উদ্ধারের উপায় খুঁজতে চায়।

আরও পড়ুন>> ইউক্রেন যুদ্ধে বদলে গেছে বিশ্ব রাজনীতির হিসাব-নিকাশ

পশ্চিমা কর্মকর্তারা সর্বশেষ প্রস্তাবগুলোকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। তবে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, বেইজিংয়ের ‘বিশ্বাসযোগ্যতা নেই’, কারণ তারা ইউক্রেনে অবৈধ রুশ আগ্রাসনের নিন্দা করতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধ দ্বিতীয় বছরে পা রেখেছে। পাল্টাপাল্টি হামলা আর কথার মধ্যেই রয়ে যাচ্ছে আলোচনায় বসার বিষয়টি।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।