কুড়িগ্রামে আ.লীগের প্রার্থী চূড়ান্ত
আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ থেকে এসব ইউনিয়নের প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়। সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্রগুলো স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে শহরের ঘোষপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী করিম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাবুল প্রমুখ।
চূড়ান্ত মনোনীতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. আব্দুল করিম, শিলখুড়ি ইউনিয়নে উপজেলা যুবলীগ সদস্য মো. আল মামুনুর রশিদ, তিলাই ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আবুল হোসেন মণ্ডল, পাইকের ছড়া ইউনিয়নে ইউনিয়ন আ.লীগ সদস্য মো. লুৎফর রহমান, ভূরুঙ্গামারী সদরে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইসলামুল হক, জয়মনিরহাটে ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, আন্ধারীরঝাড় ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক মন্ডল, বলদিয়া ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সদস্য মো. শহিদুল ইসলাম, চর ভূরুঙ্গামারী ইউনিয়ন আ.লীগের সদস্য মো. আমিনুল ইসলাম ও বঙ্গসোনাহাট ইউনিয়নে আ.লীগের যুগ্ম সম্পাদক মো. মায়নুল ইসলাম।
চিলমারী উপজেলায় ৬টি ইউনিয়নে মনোনীতরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নে আ.লীগ সদস্য মঞ্জুরুল ইসলাম, নয়ারহাট ইউনিয়নে আ.লীগ সহ-সভাপতি মো. আতাউর রহমান, থানাহাট ইউনিয়নে যুগ্ম সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, রমনা ইউনিয়নে আ.লীগ সভাপতি মো. আজগার আলী সরকার, চিলমারী সদর ইউনিয়নে আ.লীগ সভাপতি মো. গয়ছল হক এবং অস্টমীরচর ইউনিয়ন আ.লীগ সদস্য মো. আবু তালেব।
এছাড়াও রাজিবপুর উপজেলার ৩টি ইউনিয়নে মনোনীতরা হলেন, রাজিবপুর সদরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া, কোদালকাটি ইউনিয়নে ইউনিয়ন আ.লীগে সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. হুমায়ুন কবির এবং মোহনগঞ্জ ইউনিয়ন আ.লীগ সদস্য ও চেয়ারম্যান মো. আব্দুল বারী সরকার।
নাজমুল হোসেন/এমএএস/এবিএস