করোনায় আরও ৪৭৫ মৃত্যু, শনাক্ত ৭৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১০ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৯ হাজার ৮৭০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১২ লাখ ২ হাজার ১০২ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই জাপান, তাইওয়ান, রাশিয়া, মেক্সিকো, পেরু, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর অবস্থান।

শুক্রবার (১০ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৩৪ জন এবং মারা গেছেন ৮০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ২৯৬ জন শনাক্ত এবং ৭২ হাজার ৯৮৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৯৬৪ জন এবং মারা গেছেন ১২৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৭৬০ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৩৯১ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৪০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪৬৩ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৮৪ জন এবং মারা গেছেন ৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ১ লাখ ৪৩ হাজার ৭৮৮ এবং মারা গেছেন ১৮ হাজার ৩৭১ জন।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।