লটারিতে পৌনে তিন কোটি টাকা জিতলেন প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

আমিরাতে ১০ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় পৌনে তিন কোটি টাকা) পেলেন এক প্রবাসী। সাপ্তাহিক ১১৯তম মাহজুজ ড্রতে তিনি এই পুরস্কার পান। ভারতীয় এই প্রবাসীর নাম দিপিশ। তিনি আবুধাবিতে বসবাস করেন। ১১ মার্চ লটারি ড্র হয়। খবর গাল্ফ নিউজের।

৩৮ বছর বয়সী দিপিশ একজন গ্রাফিক ডিজাইনার। একটি সুপারমার্কেট চেইনে তিনি কাজ করেন। সম্প্রতি লটারির আয়োজক কোম্পানিটি পুরস্কারের অর্থ পুনর্গঠন করেছে। এই সংস্কারের পর তিনি প্রথম এই লটারি জিতলেন।

ছয় বছর বয়সী এক কন্যার এই পিতা বলেন, ১১ মার্চ অন্য দিনের মতোই আমার কাছে স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই মাহজুজ এক ইমেইল বার্তায় লটারি জেতার কথা জানায়। সেদিন বিকেলে তিনি বেশ কয়েকবার ইমেইল চেক করেন।

কোম্পানিটি মিলিয়নিয়ার ঘোষণার পরই তিনি উল্লাসে ফেটে পড়েন। তবে এই সুসংবাদের কথা প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি তার স্ত্রী ও বন্ধুদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে নিশ্চিত হতে বলেন।

১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন দিপিশ। তিনি মনে করতেন একদিন না একদিন আমিরাত তাকে ভাগ্যবান করবে।

তিনি বলেন, লটারি জেতার পর আমি অনেক খুশি। যদিও এর আগে আমি মাহজুজ থেকে ছোট আকারের পুরস্কার জিতেছিলাম। কিন্তু এমন গুরুত্বপূর্ণ কিছু পাইনি। তাছাড়া এই অর্থ তিনি কোথায় খরচ করবেন সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। কিন্তু কিছু দেনা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন দিপিশ।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।