ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা দু’দিনের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৭ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা শুক্রবার (১৭ মার্চ) স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে সেটি করা হয়েছে মাত্র দুদিনের জন্য। মূলত ইমরান খানকে বিচার আদালতে শনিবারের (১৮ মার্চ) শুনানিতে হাজির হওয়ার সুযোগ দিতেই পরোয়ানা স্থগিত করা হয়েছে।

এদিন পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন আইএইচসির প্রধান বিচারপতি আমের ফারুক।

আরও পড়ুন>> গ্যালাপের জরিপ: পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান

আইনি জটিলতায় জর্জরিত ইমরান খান কয়েকদিন ধরে জামান পার্কের বাসভবনে কার্যত অবরুদ্ধ ছিলেন। পুলিশ ও রেঞ্জার্সের যৌথ দল দীর্ঘসময় চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে পারেনি। পিটিআইর হাজার হাজার কর্মী-সমর্থকের বাধায় ইমরানের বাড়িতে ঢুকতে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী।

jagonews24

ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে ছিল। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার জামান পার্কের বাড়ি ঘিরে রাখে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

পুলিশ জানায়, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তারা ইমরান খানকে গ্রেফতার করতে গেছে। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা কার্যকর ছিল।

আরও পড়ুন>> আদালতের চক্করে ইমরান খান

তবে টানা দু’দিন চেষ্টা করেও সমর্থকদের বাধার দেওয়াল ভাঙতে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী। ইমরান-সমর্থকদের সঙ্গে কয়েক দফায় তুমুল সংঘর্ষ হয় তাদের। এসময় পিটিআই কর্মীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাথর নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান-টিয়ারগ্যাসের পাশাপাশি পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

jagonews24

আরও পড়ুন>> সমর্থকদের কঠিন প্রতিরোধে পিছু হটলো পুলিশ

পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদের ডিআইজিসহ অন্তত অর্ধশত পুলিশ সদস্য আহত হয়েছেন। আর পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের ক্যানন ইমরান খানের বাড়ির ভেতরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে পিটিআই।

সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, পুলিশের আসল উদ্দেশ্য তাকে অপহরণ ও হত্যা করা। এর জন্যই গ্রেফতারের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। এটি প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ৭০ বছর বয়সী এ নেতা।

গ্রেফতারে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত বুধবার রাতে পিছু হটে নিরাপত্তা বাহিনী। এর পরপরই উল্লাসে মেতে ওঠেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। অবশ্য গ্রেফতার অভিযান স্থগিত করার পেছনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার কথা জানিয়েছে পুলিশ। পৃথকভাবে লাহোর হাইকোর্টও এ বিষয়ে হস্তক্ষেপ করে অভিযান স্থগিত করার নির্দেশ দেন।

আরও পড়ুন>> গ্রেফতার করতে না পেরে ইমরানের সঙ্গে সংলাপের প্রস্তাব শাহবাজের

তবে বৃহস্পতিবার ইসলামাবাদের একটি দায়রা আদালত জারি করা পরোয়ানা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ইমরান খান ‘রাষ্ট্রের মর্যাদা ও রিটকে চ্যালেঞ্জ করেছেন’ উল্লেখ করে তাকে গ্রেফতার করে ১৮ মার্চের মধ্যে আদালতে হাজির করার আদেশ বহাল রাখেন বিচারক।

সূত্র: ডন, জিও নিউজ
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।