সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশে সোনার দাম দুবাই-পাকিস্তানের চেয়ে বেশি!
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে পাকিস্তানে আবারও কমলো সোনার দাম। সেখানে এখন ১০ গ্রাম প্রায় শতভাগ খাঁটি (২৪ ক্যারেট) সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৬৮ রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ হাজার ৫২১ টাকা প্রায়। আর বাংলাদেশে বর্তমানে ২২ ক্যারেট সোনার দামই ভরিপ্রতি ৯৭ হাজার ৬২৮ টাকা। সেই হিসাবে এক ভরি সমান ১১ দশমিক ৬৬ গ্রাম ধরলে দেশে ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৮৩ হাজার ৭২৮ টাকার মতো। অর্থাৎ, বাংলাদেশে সোনার দাম এখন পাকিস্তানের চেয়েও বেশি।
সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ
সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ।
১১ দিনের ঝড়ে ৪ ব্যাংক বন্ধ, যায় যায় আরেকটি
মাত্র ১১ দিনের অর্থনৈতিক অস্থিরতার ঝড়ে বন্ধ হয়ে গেছে বিশ্বের চারটি বৃহৎ ব্যাংক, যায় যায় দশা আরেকটির। তবে তাদের ধসে পড়ার প্রেক্ষাপট কিন্তু এক নয়। ভিন্ন ভিন্নভাবে সংকটে পড়েছিল ব্যাংকগুলো।
অবশেষে শ্রীলঙ্কাকে ঋণ দিচ্ছে আইএমএফ, শর্ত কী?
অবশেষে শ্রীলঙ্কার দেউলিয়াত্ব ঘোচাতে ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (২১ মার্চ) দক্ষিণ এশীয় দেশটিকে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার চুক্তি করেছে সংস্থাটি। তবে এর জন্য অন্ততপক্ষে একটি কঠোর শর্ত আরোপ করেছে তারা। তা হলো- ঋণের টাকায় যেন দুর্নীতির ছোঁয়া না লাগে।
টাকা আদায়ে ধরনায় বসছেন মমতা
ভারতের রাজধানী দিল্লিতে ধরনায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যটিকে বিভিন্ন খাতে প্রাপ্য অর্থ না দেওয়ার প্রতিবাদে আগামী ২৯ মার্চ ও ৩০ মার্চ দিল্লির বিআর আম্বেদকর ভাস্কর্যের সামনে ধরনায় বসবেন তিনি। মঙ্গলবার (২১ মার্চ) উড়িষ্যা যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দাঁড়িয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাকিস্তানে গাড়িতে হামলা, পিটিআই নেতাসহ নিহত ১০
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন । সোমবার (২০ মার্চ) হামলার এ ঘটনা ঘটে।
রমজান উপলক্ষে আমিরাতে হাজারেরও বেশি কারাবন্দির মুক্তি
শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ১৯০ কোটিরও বেশি মানুষ এ মাসের আচার-অনুষ্ঠান পালনের অপেক্ষায় রয়েছেন। আর মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির বিভিন্ন কারাগার থেকে ১ হাজার ২৫ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এবার আইসিসির বিরুদ্ধে মামলা করলো রাশিয়া
ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এবার উল্টো মামলা হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে। সোমবার (২০ মার্চ) এ ফৌজদারি মামলা দায়ের করে মস্কোর তদন্ত কমিটি।
অনাস্থা ভোটে অল্পের জন্য উতরে গেলেন ম্যাক্রোঁ
সংসদে অনাস্থা ভোটে সামান্য ব্যবধানে টিকে গেছে ফ্রান্সের বর্তমান সরকার। পেনশনের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করায় সোমবার (২০ মার্চ) অনাস্থা ভোটের মুখোমুখি হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার।
চীন কি বিশ্বে শান্তির দূত হতে যাচ্ছে?
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর হলো। এখনো তুমুল লড়াই চলছে দেশ দুটির মাঝে। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রে তীব্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছে কিয়েভও। এর মাঝেই তিন দিনের সফরে মস্কোতে অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং কি তাহলে শান্তির বাণী নিয়ে হাজির হয়েছেন, এমন প্রশ্ন অবান্তর নয়।
কেএএ/এএসএম