ইসরায়েলের হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে নিয়োজিত ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের এক উপদেষ্টা নিহত হয়েছেন। কয়েক দিন আগে আরও এক ইরানি সামরিক কর্মকর্তা একইভাবে নিহত হয়। খবর আরব নিউজের।
সিরিয়ায় ইরানের সংশ্লিষ্টতা লক্ষ্য করে গত কয়েক বছর ধরে হামলা পরিচালনা করে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইরানের আধিপত্য বাড়তে শুরু করে ২০১১ সালের পর। প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে তখন থেকেই সমর্থন দিচ্ছে ইরান।
আরও পড়ুন>নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে রাশিয়া, চটেছে ইউক্রেন
ইরান জানিয়েছে, দামেস্কের আহ্বানে সিরিয়ায় কাজ করছে ইরানি বাহিনী। কিন্তু ইসরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনীর অনেক সদস্য প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হামলার পর ইরানের সামরিক বাহিনীর ওই সদস্য মারাত্মকভাবে আহত হয়েছিল।
আরও পড়ুন>যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২১
শুক্রবারের হামলাটি ছিল মার্চ মাসের ৬তম। সম্প্রতি যিনি নিহত হন তিনিও বাহিনীটিরও একজন উপদেষ্টা হিসেবে ছিলেন।
তবে ইরানের কর্তৃপক্ষ এই হামলার জন্য কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
এমএসএম