বাসের ধাক্কায় নসিমনের ৪ যাত্রী নিহত


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৫ মার্চ ২০১৬

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় নসিমনের চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে ঘটকচর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুরের কলাবাড়ী ও সমাদ্দারের এলাকায় বরিশালগামী ঈগল পরিবহনের সঙ্গে রাজৈরগামী নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের লুৎফর সিকদার ও রাজৈরের মোল্লাকান্দি গ্রামের মেরজন বেপারী। অন্য দুইজনের বাড়ি সাতক্ষীরার আশামনি এলাকায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

একেএম নাসিরুল হক/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।