সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২০ এপ্রিল ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মালয়েশিয়ায় চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
মালয়েশিয়ায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ঈদ উদযাপন করবে যেসব দেশ
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা নামলেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিশ্বের বিভিন্ন দেশে। এ ধরনের অন্তত আটটি দেশ এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তারা ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

আরবের বিশেষজ্ঞদের মত: আজ খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ওই অঞ্চলের ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ যৌথভাবে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।

১২ বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে এই সফরে যাবেন তিনি। এর মাধ্যমে প্রায় এক যুগ পরে ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী।

ইয়েমেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু
ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েক ডজন মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

খার্তুম ছেড়ে পালাচ্ছে মানুষ, নিহত ২৭০
হাজার হাজার বেসামরিক নাগরিক সুদানের রাজধানী খার্তুম থেকে পালাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পঞ্চম দিনের মতো সেখানে ভয়াবহ লড়াই চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে খার্তুম ত্যাগ করে।

১৫ দিনের মধ্যে জমি ছাড়ুন, অমর্ত্য সেনকে কড়া নোটিশ বিশ্বভারতীর
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীতে উচ্ছেদের নোটিশ আগেই ঝোলানো হয়েছিল। সেই নোটিশের আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠিও লিখেছিলেন অমর্ত্য সেন। তারই জবাবে এবার ১৫ দিনের মধ্যে জমি ছাড়তে বলে বুধবার (১৯ এপ্রিল) চূড়ান্ত নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

সৌদি আরবে ফের সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত
সৌদি আরবে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নয় ওমরাহ যাত্রী। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তারা সবাই পাকিস্তানের নাগরিক। গত বুধবার (১৯ এপ্রিল) মদিনা থেকে রিয়াদ যাওয়ার সময় আল কাসিম এলাকার কাছে দুর্ঘটনার মুখে পড়েন ওমরাহ যাত্রীরা। এতে নয়জন নিহত এবং আরও পাঁচজন আহত হন।

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের জন্য নতুন করে আরও ৩২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজের আওতায় বিভিন্ন ধরনের অস্ত্র থাকছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভুল রকেট সিস্টেম হিমারসসহ অ্যান্টি-ট্যাঙ্ক মাইন এবং ৯০ লাখেরও বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ রয়েছে।

সংসদ সদস্যপদ ফিরে পাচ্ছেন না রাহুল গান্ধী
সংসদ সদস্যের পদ ফিরে পাচ্ছেন না ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে তাকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাট জেলা আদালত। এর জের ধরে গত মাসে দেশটির সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্যপদ খারিজ করা হয়।

উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় হচ্ছে যেসব দেশ
বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো ইংরেজি ভাষাভাষী দেশগুলোকে বেছে নেয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো ভিন্ন ভাষার দেশগুলোর প্রতিও আগ্রহী হচ্ছেন অনেকেই।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।